শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হকারমুক্ত ৩ দিন : স্বস্তিতে নারায়ণগঞ্জবাসী

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : শহরে চলমান হকার উচ্ছেদ অভিযানে স্বস্তিতে নগরবাসী। শহরের ফুটপাতে হকার নেই, শহরের কোথাও যানজট নেই। স্বচ্ছন্দে চলাচল করতে পারছে নগরবাসী। হোক তা পায়ে হেঁটে, রিক্সা বা গাড়িতে চড়ে। দীর্ঘদিনের যানজটের অভিশাপ থেকে কিছুটা হলেও মুক্ত নগরবাসী। শহরের ফুটপাতে এখন হকার কেন একটি পাখিও বসতে ভয় পাচ্ছে স্থানীয় প্রশাসনের কঠোর ভুমিকায়।
পুলিশি এ্যাকশনের মুখে গত তিন দিন ধরে নারায়ণগঞ্জের ফুটপাতে বসতে পারেনি হকাররা। পুলিশ বলছে নারায়ণগঞ্জ শহরে কোন যানজটই থাকবেনা যদি এই শহর হকারমুক্ত ফুটপাত, অবৈধ স্ট্যান্ড ও অবৈধ পার্কিং মুক্ত রাখা যায়। শহরে গত তিন দিন ধরে চলমান হকার উচ্ছেদের প্রভাব পড়েছে নগরীর বঙ্গবন্ধু সড়কে চলাচলরত যানবাহনের উপর। দীর্ঘক্ষন যানজটে আটকা থাকা একপ্রকার রেওযাজে পরিনত হয়েছিল নারায়ণগঞ্জের মূল এই সড়কটিতে। গত তিন দিন ধরে হঠাৎই শহরের যানবাহন চলাচলের নিত্যনৈমিত্তিক চিত্র বদলে গেছে। যেখানে যানজটে পড়ে দীর্ঘক্ষন নাকাল হতে হতো নগরবাসীকে, সেখানে স্বাচ্ছন্দে কোন প্রকার যানজট ছাড়াই চলতে পারছে নগরবাসী। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজকে প্রত্যাহারের পর ২৫ ডিসেম্বর থেকে শহরে হকার উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। এর পর থেকে তিন দিন পেরিয়ে গেছে শহরের কোথাও কোন হকারকে বসতে দেয়নি পুলিশ। পুলিশের কঠোর মনোভাবে ফুটপাত পুরোপুরি হকার দখলমুক্ত। জেলা পুলিশ সুপারের নির্দেশে গত ২৫ ডিসেম্বর সকাল থেকে সদর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন জয়নাল আবেদীন ও টানবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক আজহারুল ইসলামের নেতৃত্বে শহরে হকার উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ। আজ তিন দিন ধরে তা অব্যাহত আছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন