শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘রহস্য পুরুষের’ সঙ্গে কেটি পেরি

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গায়িকা কেটি পেরি তার বোন অ্যাঞ্জেলার সঙ্গে অবকাশ যাপনের জন্য স¤প্রতি ডেনমার্ক গিয়েছেন। শুধু বোন নয় এসময় কেটিকে সঙ্গ দিয়েছেন অজানা এক পুরুষ। কেটিকে এমনকি এই ‘রহস্য পুরুষ’-এর সঙ্গে হাত ধরাধরি করে হাঁটতেও দেখা গেছে।
এই দুজনের কিছু যুগল ছবিও প্রকাশিত হয়েছে। ডিসেম্বরের শেষ দিকে তোলা এসব ছবির কয়েকটিতে গায়িকাটিকে তার অজানা এই পুরুষ সঙ্গীর সঙ্গে পথে সাধারণ মানুষের মত হাঁটতে দেখা গেছে।
ছবিতে পেরি শীতের কাপড় পরেছিলেন- ধূসর জাম্পার আর হাঁটুর ওপর পর্যন্ত হই বুট। তার উপরে ছিল ডোরাকাটা নকল পশমি স্টোল। অন্যদিকে তার পুরুষ সঙ্গী পরেছিলেন ক্যামেল কোট আর জিন্স।
তারও আগে আরেক জায়গায় পেরিকে একটি পানশালার বাইরে ধূমপান করতে দেখা গেছে।
কেটি পেরি ২০১০ থেকে ২০১২ পর্যন্ত অভিনেতা রাসেল ব্র্যান্ডের ঘর করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন