সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাটমোহরে কোচিং সেন্টারের অবৈধ সাইনবোর্ড পোস্টার ও ফেস্টুন

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে কোচিং সেন্টারগুলোর অননুমোদিত পোস্টার, সাইনবোর্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে। যত্রতত্র অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড লাগানো হলেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজরদারি নেই। এদের বিরুদ্ধে নেয়া হচ্ছে না কোন পদক্ষেপ। পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে অথবা ট্রেড লাইসেন্স ছাড়াই খোলা হচ্ছে কোচিং সেন্টার। পৌরসভা সূত্রে জানা গেছে, অনেকেই ট্রেড লাইসেন্স নেয়নি। ৫/৬টি কিন্ডার গার্টেন ও কোচিং সেন্টার ট্রেড লাইসেন্স নিয়েছে। ওয়াকিবহাল মহলের অভিমত, ‘ট্রেড লাইসেন্স দেয়া হয় ব্যবসা প্রতিষ্ঠানে। তাহলে কিন্ডার গার্টেন ও কোচিং সেন্টারগুলো কী ব্যবসা প্রতিষ্ঠান।” শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে একটি মহল শুরু করেছে শিক্ষা বানিজ্য। এই বানিজ্যে লাভবান হওয়ার জন্য টাঙ্গানো হয়েছে বিশাল বিশাল বিলবোর্ড, পোস্টার। দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের। স¤প্রতি চাটমোহরে ব্যঙের ছাতার মতো প্রাইভেট স্কুল ও কোচিং সেন্টার গজিয়ে উঠেছে। এসকল প্রতিষ্ঠানের খেলার মাঠসহ অনেক কিছুই নেই। তারা ইচ্ছেমতো প্রতিষ্ঠান পরিচালনা করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। বিভিন্ন স্কুলের শিক্ষকরা ক্লাসরুমে পাঠদান না করে কোচিং সেন্টারগুলোতে সময় দেন। এসব অভিযোগের তদন্ত দাবি করেছেন সচেতন ব্যক্তিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন