সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঘোড়াঘাটে সন্ত্রাস ও মাদক বিরোধী মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা : গতকাল রোববার বেলা ১১ টায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে দিনাজপুর জেলা পুলিশ,ঘোড়াঘাট থানা আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় সন্ত্রাস, জঙ্গিবাদ বিষয়ক এক মাদক বিরোধী মতবিনিময় সভা এবং আত্মসমর্পনকারী মাদক সেবী/ মাদক ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষে মেলাই মেশিন ও ভ্যান বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় ও বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম।
বিশেষ অতিথি হিবেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবর রহমান পাটয়ারী, ঘোড়ঘাট হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল আলম, বিরামপুর নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন, ঘোড়াঘাট উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, হাকিমপুর সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজার রহমানসহ অনেকে। অনুষ্ঠানে ঘোড়াঘাট, হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলার ১০ জন মাদক সেবী মাদক ব্যবসায়ীদের মাঝে সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করেন প্রধান অতিথি খন্দকার গোলাম ফারুক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন