সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে স্বাধীনতা বিরোধী চক্র লিপ্ত : ডেপুটি স্পিকার

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : কিভাবে নির্বাচন বানচাল করা যায় সেই ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী চক্র। সুন্দরগঞ্জে আ’লীগ যখন সু-সংগঠিত হয়েছিল তখনই চক্রটি এম.পি মঞ্জুরুল ইসলাম লিটনকে নৃশংসভাবে হত্যা করে। এই এলাকাকে আ’লীগের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। গতকাল রবিবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এম.পি মঞ্জুরুল ইসলাম লিটনের স্মরণ সভা এবং প্রয়াত এম.পি গোলাম মোস্তফা আহম্মেদ এর শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বি মিয়া এম.পি এ কথাগুলো বলেন। উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মাষ্টার পাড়ায় প্রয়াত এম.পি লিটনের বাসভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত স্মরণ সভা ও শোক সভায় উপজেলা আ’লীগের সাবেক সভাপতি টি.আই.এম মকবুল হোসেন প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আ’লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক এম.পি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ এম.পি। আরো বক্তব্য রাখেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও এম.পি লিটনের বোন তৌহিদা বুলবুলি, এম.পি লিটনের বড় বোন ও আনন্দ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী, এম.পি লিটনের সহধর্মীনি খুরশীদ হাজান স্মৃতি, জেলা আ’লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুলাহ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু রনজিত বক্সি সুর্য্য, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, সুন্দরগঞ্জ পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি সমশ উদ্দিন বাবু, কঞ্চিবাড়ি ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ডাঃ আলম, যুবলীগ নেতা রেজাউল আলম রেজা প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন