সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বাদীর বাড়িতে হামলা লুটপাট

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : আসামী পক্ষ পরিকল্পিত ভাবে বাদীর বাড়ীতে হামলা চালিয়ে বাদী এবং বাদীর লোকজনকে বেধর মারপিট করে টাকাপয়সা সহ সোনাদানা লূটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। বাদী সোনাবান সাংবাদিকদের জানান, তার স্বামী ফরহাদ যৌতুকের জন্য তার উপর দির্ঘদিন যাবৎ অন্যায় ভাবে জুলুম অত্যাচার এবং নির্যাতন চালিয়ে আসছে। একপর্যায় সোনাবান গত ১৯/৯/১৭ তারিখে তার স্বামীর বিরুদ্ধে কোটে মামলা রুজু করেছে। মামলা নং সিআর-৫১। ঘটনার প্রেক্ষিতে তার স্বামীর নির্দেশে পরিকল্পিত ভাবে ২৩ ডিসেম্বর বিকেলে তার বাড়ীতে হামলা চালিয়ে সোনাবান এবং তার বোনদের বেরধর মারপিট করে তাদের উপর শারিরীক নির্যাতন চালায়। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন সোনাবানদের উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করে। ঘটনা ঘটে হরিপুর উপজেলার ভাঙ্গাবহতি( প্রাইমারি স্কুল সংলগ্ন)।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাজাহান সরকার জানান, সোনাবানকে তার শ^শুর আবুতাহের মহরআনা বাবদ কয়েক শতক জমি দলিল করেদেন। ইতি মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। কিছুদিন আগে স্ত্রী স্বামীর উপর মামলা করে। ফলে কয়েকদিন আগে তার স্বামী তার কাছে জমি ফেরত চায়। এনিয়ে গত কয়েক একদিন আগে তাদের মধ্যে সংঘর্ষ হয়। তিনি বলেন, এব্যাপারে তার কাছে মৌখিক অভিযোগ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন