বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চুনারুঘাটে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলর ও মাদক ব্যবসায়ী ইউনুছ মিয়া (৪০) নিহত হয়েছে। এ সময় আতাউর রহমান নামে এক পুলিশের এসআই আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে ভর্তি করা হয়েছে। নিহত ইউনুছ মিয়া চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দক্ষিণ হাতুÐা গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দিমাগুরউন্ডা গ্রামে মাদক ব্যবসায়ী ইউনুছসহ চার-পাঁচজন বসে ইয়াবা সেবন করছিল। পুলিশ বিষয়টি জানতে পেরে মাদক ব্যবসায়ীদের আস্তানা ঘেরাও করে। এ সময় মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইউনুছ মিয়া আহত হয়। এ সময় মাদক ব্যবাসীদের হামলায় চুনারুঘাট থানার উপ-পরিদশক (এসআই) আতাউর রহমান আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাদক ব্যবসায়ী ইউনুছকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে পুলিশের উপর তারা হামলা করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ইউনুছ আহত হয়ে হাসপাতালে সে মারা যায়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তিনি জানান ইউনুছের বিরুদ্ধে পুলিশ এ্যাসল্ট, মাদকসহ একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে নিহত মাদক ব্যবসায়ী ইউনুছের লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন