শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জয়পুরহাটে পিঠা উৎসব

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : বাংলার গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। ‘পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয়, আয়... আয়’ এই সেøাগানে সোমবার রাতে জেলা মানবাধিকার নাট্যপরিষদ এবং এ কে আবদুল আজিজ সঙ্গীত ভুবনের উদ্যোগে লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাংস্কৃতিক ভবনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে ভাপা, পুলি, তেল পিঠা, রস পিঠা, কালায়পুরী, নাড়কেলের নারুসহ সোট ১৮ প্রকারের দেশীয় পিঠা প্রদর্শন করা হয় এবং উপস্থিত সকলকে কলার পাতায় করে এসব পিঠা খাওয়ানো হয়। এ পিঠা উৎসবে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক দিলীপ সেন, সহ-সভাপতি উৎপল মÐল, সরদার আজাহার আলী, এ কে আবদুল আজিজ সঙ্গীত ভুবনের সাধারণ সম্পাদক তামান্না ইসলাম।
সমাজসেবা দিবস পালিত
‘নারী-পুরুষ নির্বিশেষ সমাজেসেবায় গড়ব দেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে গতকাল জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আবদুল হেল বাকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন, জেলা সমাজ সেবা অধিফতরের উপ-পরিচালক সেলিম শাহ ও জেলা এনজিও ফোরামের সমন্বয়ক অপূর্ব কুমার সরকার। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন