শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পীরগাছায় শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা : রংপুরের পীরগাছায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীত বস্ত্রের অভাবে দুঃস্থ্য ও অসহায় মানুষ কাহিল হয়ে পড়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ চরাঞ্চলের দুঃস্থ্য ও নি¤œ আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, চর্মরোগ, এ্যাজমা, শ্বাসনালীর প্রদাহ, সর্দি, কাঁশি, ভাইরাস জ্বর, টাইফয়েড ও শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের আশংকা দেখা দিয়েছে। এ সকল রোগে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি। উপজেলার চরাঞ্চলের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। পীরগাছার চরতাম্বুলপুর গ্রামের আফাজ উদ্দিন ও আনছার আলীসহ আরো অনেকে জানান, তীব্র শীতে গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে কষ্ঠে রাত যাপন করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন