শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিবগঞ্জে মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সাইফুদ্দিন (স্নাতক) ফাজিল মাদ্রাসার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন, অবকাঠামো উন্নয়ন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সূধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন আওয়াম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, কানসাট ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজিন সালেহ বাবুল, সাধারণ সম্পাদক রমজান আলি, শ্যামপুর হাজি মমতাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক, অধ্যক্ষ আমিনুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে এমপি গোলাম রাব্বানী মাদ্রাসায় দুই কোটি টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন এবং শেখ রাসেল ডিজিটাল কম্পিটার ল্যাব স্থাপনেরও ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন হাফেজ আবদুল মালেক পলাশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন