কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা : কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক সহ ৪ জন ও গাঁজাসহ ২জনকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার উপ-পরিদর্শক (এস আই) নাজিম উদ্দিন ও উপ-পরিদর্শক (এস আই)ফকির ফেরদৌস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।আটককৃতরা হলেন, কেশবপুর পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক আলতাপোল গ্রামের আশরাফ আলীর ছেলে সাবেক কাউন্সিলর কুতুবউদ্দিন বিশ্বাস (৪৫), পাঁজিয়া ইউনিয়ন বিএনপির নেতা ব্যালোকাটি গ্রামের রহমতুল্লার দুই ছেলে শরিফুল ইসলাম (৩২), সাইফুল ইসলাম (২২) ও জামায়াত কর্মী মাদারডাঙ্গা গ্রামের কদম গাজীর ছেলে নজরুল ইসলাম (৩০)। তাদেরকে নাশকতার মামলায় আটক করেছে।অপরদিকে একই রাতে আলতাপোল গ্রামের মৃত আকবর আলীর ছেলে আলমগীর হোসেনকে ৮০গ্রাম গাজা সহ ও সিদ্দিক বিশ্বাসের ছেলে বেলাল হোসেনকে ৭১ গ্রাম গাজা সহ গ্রেফতার করে পুলিশ। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহাজাহান আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় নাশকতা সৃষ্টির মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন