রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পীরগাছায় শীতে কাতর মানুষ

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের পীরগাছায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। সরকারি ভাবে এখন পর্যন্ত ১৬শ কম্বল বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। শীত বস্ত্রের অভাবে দুঃস্থ্য ও অসহায় মানুষ বিপাকে পড়েছে। একান্তই প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছে না। সন্ধ্যার মধ্যেই অধিকাংশ হাট বাজার ও রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। বিশেষ করে উপজেলার চরাঞ্চলের দুঃস্থ্য ও নি¤œ আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, চর্মরোগ, এ্যাজমা, শ্বাসনালীর প্রদাহ, সর্দি, কাঁশি, ভাইরাস জ্বর, টাইফয়েড ও শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের আশংকা দেখা দিয়েছে। এ সকল রোগে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষ খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে। চরাঞ্চলের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। চরতাম্বুলপুর গ্রামের আলতাফ হোসেন জানান, তীব্র শীতে গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে কষ্ঠে রাত যাপন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবির জানান, শীতার্থ মানুষের মাঝে এখন পর্যন্ত ১৬শ কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন