রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পঞ্চগড়ে তীব্র ঠান্ডা জনজীবন বিপর্যস্ত

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : সর্বউত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় পঞ্চগড়ে[ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘনকুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন গুলো চলাচল করছে। মৃদু শৈত্য প্রবাহ ও তীব্র ঠান্ডা শুরু হওয়ায় লোকজন কাহিল হয়ে পড়েছে। লোকজন খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তীব্র শীতে দরিদ্র ও ছিন্নমূল মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছে। শীতে গরম কাপড়ের অভাবে অনেক দরিদ্র মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেনা। তারা দ্রুত সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে আজ শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন