বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আদমদীঘিতে নারী চাতাল শ্রমিককে কুপিয়ে হত্যা

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : আদমদীঘিতে মরিয়ম (৬০) নামের এক নারী চাতাল শ্রমিককে কুপিয়ে হত্যার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে। নিহত মরিয়ম লালমনিরহাট জেলার কাউনিয়া উপজেলার মিনাজবাজার ফরিয়াটারী গ্রামের মৃত মিনছের আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ নিহতের তালাকপ্রপ্ত স্বামী চাতাল শ্রমিক শফিকুল ইসলামকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটক শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পুরান অনন্তপুর গ্রামের নুরুলের ছেলে ও নিহত মরিয়মের মেয়ের তালাকপ্রাপ্ত স্বামী ।
জানাযায়, নিহত মরিয়ম ও তার মেয়ে মনোয়ারা বেগম (২৫) প্রায় ১২ বছর আগে আদমদীঘি উপজেলায় আসেন। তারা বিভিন্ন চাতালে ধান সিদ্ধ শুকানো শ্রমিকের কাজ করতো। নিহত মরিয়ম জনৈক আনন্দ কুন্ডুর চাতালে ও তার মেয়ে মনোয়ারা বেগম সম্প্রতি শফিকুল ইসলামকে ২য় বিয়ে করে পাশের একটি চাতালে বসবাস করতো। মনোয়ারা বেগম ৩সপ্তাহ আগে তার স্বামী শফিকুল ইসলামকে তালাক দেয়। এরপর তালাক দেয়া স্বামী শফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে ও তার মা মরিয়মকে মোবাইল ফোনে ও সম্মূখে নানা হুমকি দিয়ে আসছিল। গত শুক্রবার সন্ধ্যার পর আনন্দ কুন্ডুর চাতালের ম্যানেজার মেহেদী হাসান ও তার ভাই সুমন নারী শ্রমিক মরিয়মকে চাতালে রেখে ডহরপুর গ্রামে বাড়ীতে খাবার জন্য যায়। ম্যানেজার মেহেদী জানায়, রাত ৯টায় চাতালে ফিরে দেখেন মাথা ও মুখে আঘাতসহ রক্তাক্ত অবস্থায় মরিয়ম ঘরের মেঝেতে পড়ে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন