শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মনোহরদীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : প্রবচন আছে, ‘পৌষ মাইয়া জারে মইষের শিং লড়ে’। পৌষের ২০ দিন পর হলেও যুগ যুগের পুরনো এ প্রবাদের সত্যতা প্রমাণিত হয়েছে। অর্ধ সপ্তাহ ধরে নরসিংদীতে শীত জেকে বসেছে। পৌষের হাড় কাঁপানো শীতে সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থার সৃষ্টি হয়েছে। শীতে কাতর হয়েছে বেশি গ্রামের সহায় সম্বলহীন কম্বলহীন মানুষ। ঘরের ভাঙা বেড়ার ফাঁক দিয়ে শৈত্যপ্রবাহের বাতাসে “থরথরি কম্প” অবস্থার সৃষ্টি হয়েছে গ্রামের সাধারণ ভ‚খা-নাঙা মানুষের। খাদ্যের মতোই জরুরি হয়ে পড়েছে সাধারণ মানুষের শীতবস্ত্র। আর এই সুযোগটিই গ্রহণ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোহরদী-বেলাব আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী যুবলীগ নেতা কাজী মো. মাজহারুল ইসলাম। গতকাল সোমবার সকালে তিনি মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ছমেদ চাঁন্দের বাজারে শীতার্ত মানুষদের মধ্যে পাঁচশত কম্বল বিতরণ করেছেন। কম্বল বিতরণের কথা শুনে শত শত শীতার্ত মানুষ ছমেদ চাঁন্দের বাজারে ভিড় জমায়। পড়ে সেখানে তাদেরকে সারিবদ্ধ করে নিজ হাতে সাধারণ মানুষের হাতে কম্বল তুলে দেন যুবনেতা কাজী মো. মাজহারুল ইসলাম। এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক মো. ডালিম। এ ছাড়া যুবলীগনেতা কাজী মো. মাজহারুল ইসলাম গত ১৬ ই ডিসেম্বর থেকে বেলাব উপজেলার আমলাব, বাজনাব, বিন্নাবাইদ, বেলাব সদর, নারায়নপুর, পাটুলী, মনোহরদী পৌরসভা, চন্দনবাড়ী, বড়চাপা ও খিদিরপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে সাড়ে তিন হাজার কম্বল বিতরণ করেছেন। জানুয়ারি মাসে আরো দুই হাজার কম্বল বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন