শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হিজলায় সাবমেরিন ক্যাবল স্থাপনের উদ্বোধন

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

হিজলা (বরিশাল) উপজেলা সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রæতি বাস্তবায়নের লক্ষ্যে ইন্দুরীয়া খেয়াঘাট মাঠ মঞ্চে বিদ্যুৎ সাবমেরিন কেবল স্থাপনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ জানুয়ারি সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৪ আসনের এমপি জননেতা পঙ্কজ নাথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। এমপি তার নিজ এলাকায় নানা উন্নয়নের কাজের কথা জনসন্মুখে তুলে ধরেন। তিনি আরো বলেন, আমি নিজ খরচে পাঁচ লক্ষাধিক টাকা ব্যয়ে চর মেমানিয়া বিদ্যুৎ সাব-স্টেশনের ভবন নির্মানের ভ‚মি ক্রয় করে পল্লি বিদ্যুৎ সমিতির নামে দলিল করে দিয়েছি। এতে হিজলায় অবহেলিত চর অঞ্চলে অবস্থিত পাঁচটি ইউনিয়ন হরিনাথপুর, মেমানিয়া হিজলা গৌরব্দী, বড়জালিয়া, ধুলখোলা ইউনিয়নের ১৯ হাজার গ্রাহক পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। সভার পূর্বে কালিকাপুর মৌলভীর হাট পারস্থ মেঘনা নদীতে দীর্ঘ চার কিলোমিটার সাবমেরিন কেবল তার স্থাপন উদ্বোধনের মধ্য দিয়ে হিজলার চর অঞ্চলে বিদ্যুৎ আনায়ন সংযোগ সফল হল।
টেকের হাট সংলগ্ন চর মেমানিয়া মৌজায় সাব স্টেশনের ভবন নির্মাণ ও এলাকায় খুঁটি স্থাপনের কাজ চলছে। সভায় উপস্থিত ছিলেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, এ জি এম শাজাহান তালুকদার ও নির্বাহী প্রকৌশলী শুনিল বাবু। এ ব্যাপারে শাজাহান তালুকদার ইনকিলাবকে জানান ২০১৮ ইং সালের জুন মাসের মধ্যে বিদ্যুতের আলো পাবে এ এলাকার গ্রাহকগণ। নির্বাহী প্রকৌশলী বলেন, অধিক মূল্যে ৩০০ কিলোমিটার বিদ্যুৎ লাইনের আওতায় ১৯ হাজার গ্রাহক পরিবারে বিদ্যুৎ সর্বারাহ করতে আশি কোটি টাকার বেশি ব্যয় হবে। ২০১৮ সাল নাগাদ এ কাজ শেষ হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ লাইন স্থাপনের ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন ২০১৮ সালের মধ্যে ২৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন সংযোগ দেয়ার সম্ভব হবে বলে জানান। সভায় আরো বক্তব্য রাখেন হিজলা উপজেলা ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরব্দী ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া, গুয়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক শাজাহন তালুকদার ও মেমানিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি উদ্দিন তালুকদার প্রমুখ। এ সভায় হাজারো লোক সমাগম হয়। মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন সভাপতির সমাপনীর বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন