রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানিতে ডুবে হাফিজ বিন সাদেক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পূর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ^রোড সড়ক সংলগ্ন উপজেলার আলমপুর এলাকায় ঘটে এ ঘটনা। হাফিজ বিন সাদেক রাজধানীর ধানমন্ডি ৯ নম্বর সেক্টরের সাদেকুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক জানান, হাফিজ বিন সাদেকসহ বন্ধু ইসতেক আহাম্মেদ সিদ্দিকী পূর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ^রোড সড়ক সংলগ্ন আলমপুর এলাকায় বেড়াতে আসেন। সকাল ১০টার দিকে আলমপুরা ১১ নম্বর সেক্টরের লেকের পাড়ে বসে মোবাইলে ফেইসবুক দেখছিলেন। এসময় হঠাৎ করে হাফিজ বিন সাদেক এর হাতে থাকা মোবাইল ফোনটি লেকের পানিতে পড়ে যায়। পরে মোবাইল ফোনটি রক্ষা করতে গিয়ে হাফিজ বিন সাদেক লেকের পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে বন্ধু ইসতেক আহাম্মেদ সিদ্দিকী আর্তচিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে হাফিজ বিন সাদেকের লাশ লেকের পানি থেকে উদ্ধার করে।
রূপগঞ্জে গাড়িচাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পুর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ^রোড সড়কের পর্শি বৌরারটেক এলাকায় ঘটে এ দুর্ঘটনা। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক জানান, পূর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ^রোড সড়কের পাশে বৌরারটেক এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মরদেহটি উদ্ধার করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, অজ্ঞাত যে কোনো গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন