বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ফেনীর ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরুন - ড. কামাল উদ্দিন আহমেদ

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ফেনী সাংবাদিকতার জন্য উর্বর ভূমি ও এক অপার সম্ভাবনাময় জেলা। এ জেলায় জন্ম নিয়েছে অনেক দেশবরেণ্য ও গুণীজন ব্যক্তিরা। দেশের অন্যান্য জেলার তুলনায় ফেনী অনেক এগিয়ে গেছে। বিজয়সিংহ দিঘীর পাড়ে আধুনিকমানের বঙ্গবন্ধু শিশু পার্ক নির্মাণসহ ফেনীর সন্তান হিসেবে বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখতে চাই। গত বুধবার রাতে ফেনী রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে ফেনীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনীর বোমার আঘাতে ফেনীর প্রয়াত সাংবাদিক এ‘অদুদ’ তাঁর একটি পা হারান। তিনি এ ঘটনাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, এছাড়াও স্বাধীনতার পূর্বেও ফেনীর সাংবাদিকদের ভূমিকা ছিল আপসহীন। তারা জাতির কল্যাণে কাজ করেছেন নিবেদিতভাবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ফেনীর ইতিহাস ঐতিহ্যকে দেশবাসীর সামনে আরো বেশি করে তুলে ধরার আহবান জানান এবং স্বাধীনতার সুফল পেতে মুক্তিযুদ্ধের চেতনায় এদেশকে এগিয়ে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন