বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফরিদপুরে আরএম জুট মিলে আগুন পুড়ে গেছে ৪০ হাজার মণ পাট

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুরে মামুন গ্রæপের আরএম জুট ডাইভারসিফিকেশন মিলের একটি পাটের গুদামে অগ্নিকাÐ সংগঠিত হয়ে ৪০ হাজার মণ পাট পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোররাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এ অগ্নিকাÐের সূত্রপাত হয়। মিল কর্তৃপক্ষ জানায়, আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হলে অগ্নি নির্বাপন কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বেলা একটা পর্যন্ত গুদামের মধ্যে বিভিন্ন আগুন জ্বলে জ্বলে উঠছিল যা নিয়ন্ত্রণ করছিল অগ্নি নির্বাপন কর্মীরা। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিনটি দমকল স্থাপন করে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা একটা পর্যন্ত গুদামের ভেতরে বিভিন্ন স্থানে ডাম্পিং ডাউনের কাজ করছে ফায়ার নির্বাপন কর্মীরা। তবে অগ্নিকাÐের সূত্রপাত কিভাবে হয়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি দাবি করে তিনি বলেন, তিন সদস্যের কমিটি গঠন করা হচ্ছে, যারা অগ্নিকাÐের কারণ তদন্ত করবেন। মামুন গ্রæপের পরিচালক মো. ইউনুস আলী খাঁন জানান, ওই গুদামে ৪০ হাজার মণ এ গ্রেডের পাট মজুত ছিল। যার সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পাট কোনো কাজে ব্যবহার করা যাবে না দাবি করে তিনি জানান, পাট ও শেডের ক্ষতি হয়েছে, প্রাথমিকভাবে ২০ কোটি চাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন