বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাবনা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রæপের সংঘর্ষে বন্ধ ঘোষণা

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রæপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করা নিয়ে গতকাল শুক্রবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ অনিদিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, ভর্তি হওয়া এ বছরের নতুন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহাফুজ নয়ন ও সাধারন সম্পাদক অদ্বিতীয় দে গ্রæপের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ চলে আসছিল। এরই জেরধরে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দুই গ্রæপের সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মীমসহ ৯ জন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও বিভিন্ন বে-সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা সদর থানার অফিসার ইনচার্স আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন