বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সোনাইমুড়ীতে গ্যাস ক‚পের সন্ধান

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বেলাল হোছাইন ভূঁইয়া, সোনাইমুড়ী (নোয়াখালী) থেকে : নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে নতুন গ্যাস ক‚পের সন্ধ্যান লাভ করেছে বাংলাদেশ তৈল গ্যাস অনুসন্ধ্যান কো¤পানী বাপেক্স। উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের উত্তর অম্বরনগর হিলটেক্স নামক স্থান সংলগ্ন জায়গায় গ্যাসের নতুন এই ক‚পের সন্ধ্যান পাওয়া যায়। ইতিপূর্বে খননকৃত বেগমগঞ্জের ১২ নং কুতুবপুর ইউনিয়নাধীন এনায়েতপুরে অবস্থিত ৩ নং গ্যাস ক‚প থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং যাহা বর্তমানে নোয়াখালী গ্যাস ফিল্ডের ৪ নং ক‚প হিসেবে স্বীকৃতি লাভ করে। বিষয়টি নিশ্চিত করেন জেলার একাধিক গ্যাস ক‚প ও প্রকল্প পরিচালক ( পিডি) তোফায়েল উদ্দিন খন্দকার। তিনি বলেন, জেলার ৩ নং গ্যাস ক‚প (বেগমগঞ্জ গ্যাস ফিল্ড) বর্তমানে বন্ধ থাকার কারন উ™ঘাটন ও তা সচল করার কাজ জানুয়ারীর প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। আমরা বাপেক্সের দায়িত্বে বর্তমানে ৩ নং ক‚পে যে স্তরে পানি ও কাদা আসছে, সে স্তরে পরিবর্তন করে প্রয়োজনে আরো উপরে ও নিচে অনুসন্ধ্যান চালাব ক‚পটিতে গ্যাস উত্তোলন সচল রাখার জন্য। অপরদিকে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর অম্বরনগরে অনুসন্ধ্যানে পাওয়া ৪ নং ক‚পে খনন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় যান্ত্রিক সরঞ্জাম সরবরাহের উদ্দেশ্যে সড়ক মেরামতের কাজ চলছে। তিনি আরো বলেন, সড়ক প্রস্তুত হলে ২০১৮ সালের মাঝামাঝি সময়ে ৪ নং ক‚প খনন কাজ আরম্ভ করবেন রাশিয়ান জাতীয় তৈল গ্যাস অনুসন্ধ্যান কো¤পনী গ্যাজ ফম। তিনি ৩ নং ক‚প থেকে ৪ নং ক‚প গ্যাস মজুদের দিক থেকে লাভজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। খনন কার্যক্রম পরিচালনার জন্য লাল পতাকা দিয়ে উল্লেখিত স্থান সংরক্ষণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন