বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) দুটি ওয়েবসাইট (www.ec.gov.bd এবং www.ecs.gov.bd) হ্যাক হয়েছে।
শুক্রবার রাতে জর্ডানের একটি হ্যাকিং গ্রুপ সাইট দুটি নিজেদের দখলে নেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার সকাল পৌনে ৯টার দিকেও ওয়েবসাইট দুইটি হ্যাক অবস্থায় রয়েছে। সাইট দুইটিতে ঢোকা যাচ্ছে না।
সাইট দুটি হ্যাক করে সংগঠনটি নিজেদের ‘ডার্ক টেররিস্ট’ বলে পরিচয় দিয়েছে। তবে তারা নির্বাচন কমিশনের (ইসি) কাছে কোনো দাবি, হুমকি বা প্রতিবাদ জানায়নি।
হ্যাকারদের দাবি, ‘হ্যাকিং কোনো অপরাধ নয়! এটা একটি শিল্প।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন