বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দৌলতপুরে জনজীবন বিপর্যস্ত

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। প্রাই দিনই ঘন কুয়াশার চাদরে ঢাকা থকায় সূর্যের দেখা মেলা ভার হয়ে পড়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে একটানা ভাবে চলা তীব্র শীত ও ঘন কুয়াশায় একেবারেই বিপর্যস্ত গ্রাম এলাকার শ্রমজীবী বা দিনমজুর শ্রেণীর মানুষ। ঘন কুয়াশার পাশাপাশি তীব্র শীত ও সেই সাথে সূর্যের দেখা না মেলায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতের হাত থেকে কিছুটা স্বস্থি পেতে বিভিন্ন স্থানে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে উত্তাপ নিয়ে শীত নিবারনে চেষ্টা অব্যাহত রেখেছে। শীতের দাপটের পাশাপাশি গত দু’দিন ধরে হিমেল হাওয়ায় জনজীবন আরও দূর্বিসহ হয়ে পড়েছে। তীব্র শীত ও ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে শিশুসহ বিভিন্ন বয়সী রোগীদের ভিড় বেড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন