বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ময়লার ডিপো

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে তাজ উদ্দীন : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরের সামনেই অর্ধকিলোমিটার এলাকাজুড়ে সড়কের দু পাশে বটতলী বাজারের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে প্রতিদিন। সড়কের দুই পাশ ময়লার ডিপোতে পরিনত হয়েছে। যেখানে ময়লাগুলো ফেলা হচ্ছে তার কাছেই রয়েছে আলহাজ¦ মোস্তাফিজুর রহমান কলেজ, লোহাগাড়া থানা, উপজেলা প্রশাসন,পল্লী বিদ্যুত অফিসসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান। বাজারের ময়লার মধ্যে অধিকাংশই আবার কাঁচা মাল। যার কারনে ময়লাগুলো ফেলার ১/২ দিনের মধ্যেই তা পচে গলে দুর্গন্ধ বের হয়। রাস্তার পাশে ময়লার স্তুপের কারনে সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পচা ময়লার উদ্ভট দুর্গন্ধে দুষিত হচ্ছে পরিবেশ। ময়লা আবর্জনার বর্জ্যে পথচারী, স্কুল কলেজগামী শিক্ষার্থীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। পাশ দিয়ে যাবার সময় তাদের কে নাক চেপে ধরে যেতে দেখা যায়। আশপাশে বসবাসকারী মানুষদের ঘরে বাজারের কোন নির্দ্দিষ্ট ময়লার ডিপো না থাকায় ময়লাগুলো এখানে ফেলতে বাধ্য হচ্ছে ব্যবসায়ীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন