শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিএনপির মনোনয়ন ফরম নিলেন তাবিথ আউয়াল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ৩:২১ পিএম

ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে বিএনপি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল।
রোববার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় তাবিথ আউয়াল গণমাধ্যমকে বলেন, আমি আশা করছি গতবারের মতো এবারও দল আমাকে মেয়র পদে মনোনয়ন দেবে। যদি অন্য কাউকেও দেয়া হয় তাহলে আমি তার পক্ষেই কাজ করবো।
এর আগে বেলা ১২ টায় ও দুপুর দেড়টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং বিএনপির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিএনপির এই মনোনয়ন ফরম ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল সোমবার বিকেল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন