বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিক্ষকদের ১১ দফা দাবি আদায়ে কর্মসূচি

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে স্থানীয় শহীদ মিনারের সামনে টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। পরে টাঙ্গাইল জেলা বাকশিকের আহŸায়ক মো. আজহার আলী স্বাক্ষরিত স্মারকলিপি পত্রটি জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর প্রদান করা হয়। এ সময় বাকশিসের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক রেনুবর রহমান, আইসিটি বিষয়ক মতিয়ার, অধ্যক্ষ এস এম আব্দুল আউয়াল, অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপধাক্ষ্য জাহাঙ্গীর, অধ্যাপক দেবাশীষ দেবসহ শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি ও বিভিন্ন কলেজ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন