শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আটকের পর ৮ জুয়াড়িকে ছেড়ে দিল পুলিশ

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটকের পর মোটা অংকের উৎকোচ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের একটি বাড়িতে জুয়ার আসর থেকে তাদের আটক করা। আটককৃত জুয়াড়িরা হলোÑ গেড়ামারা গ্রামের ছানোয়ার হোসেন, মনজু, নাজমুল ও আবদুর রশিদ, কাহাতারা গ্রামের ইসমাইল হোসেনসহ বাকি তিনজনের নাম জানা যায়নি। জানা গেছে, গেড়ামারা গ্রামের রফিক মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকার জুয়ার আসর চলে আসছে। ওই জুয়ার আসরে গেড়ামারা গ্রামের জুয়াড়িরা ছাড়াও আশপাশের গ্রামের পেশাদার জুয়াড়িরা জুয়া খেলতে আসে। রাত-দিন ধরে চলে লাখ লাখ টাকার জুয়া খেলা। পেশাদার জুয়াড়ি ছাড়াও উঠতি বয়সী যুবকরাও এই জুয়া খেলার নেশায় জড়িয়ে পড়ছে। গতকাল শুক্রবার ভোরে পুলিশ দল জুয়ার বোর্ডে হানা দিয়ে ৭০-৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ছাড়া আটককৃতদের থানায় ধরে এনে বড় অংকের টাকা উৎকোচের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, থানায় মামলা-মোকাদ্দমা কম। এ জন্য তাদের ধরে আনা হয়েছিল। জুয়ার আসরে ২০-৩০ হাজার টাকা ছিল স্বীকার করে টাকা ফেরত দেয়া হয়েছে উল্লেখ করে বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন