সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সীমান্তের মেইন পিলার ১৩ হতে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে গতকাল শুক্রবার ভোরে এই লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার তলুইগাছা সীমান্তের কাছে একটি ধান ক্ষেতে শাড়ি ও বোরকা পরিহিত অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রামবাসী নিকটস্থ বিজিবি তলুইগাছা বিওপিতে খবর দেয়। পরে বিজিবির মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরমান হোসেন পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের সুরতাল রিপোর্ট তৈরীর পর পুলিশ জানিয়েছে শ্বাসরোধ করে মহিলাকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর দায় এড়াতে নিহতের লাশ সীমান্তের কাছে ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন