রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত থেকে গত সোমবার দিবাগতরাতে দু’টি পিস্তল, ১০ রাউন্ড গুলি, চারটি ম্যগাজিন ও ১০০ বোতল ফেননিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী জানান, গত সোমবার রাত দেড়টার দিকে আজমতপুর সীমান্তের ৫০ গজ বাংলাদেশের ভেতরে রিফুজিপাড়ায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে আবারো ভারতে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে দু’টি পিস্তল, ১০ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন