রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অপ্রাপ্তবয়সী চালকদের বিরুদ্ধে পুলিশের অভিযান : আটক ৫৮

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কিশোর চালকদের বিরুদ্ধে সোমবার দিনভর পুলিশের বিশেষ অভিযান অপ্রাপ্তবয়স্ক ৫৮ জন চালককে আটক করেছে। এরমধ্যে সদরে ৩১ জন ও শিবগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৭ কিশোর অটোচালককে আটক করেছে। এ সময় ২২টি তিন চাকার বিভিন্ন প্রকার যানবাহন জব্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে- এখনো বড় যানবাহন তথা বাস বা ট্রাক নিয়ে সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকেরা। গত বছরে সড়ক-মহাড়কে দুর্ঘটনায় হতাহতদের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি দুর্ঘটনার কারণও বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়, সড়ক-মহাসড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অপ্রাপ্তবয়স্ক চালকদের দ্বারা যানবাহন চালানো। জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর খলিলুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে চলাচলকারী ট্রাক, সিএনজি, মাহিন্দ্রা, পিকআপ, অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটিসহ তিন চাকার সকল প্রকার যানবাহনে চালকের আসনে বসছে অপ্রাপ্ত বয়স্ক, অশিক্ষিত ও অপরিপক্ক আর লাইসেন্সবিহীন এসব চালকের কারণে সড়কগুলোতে দুর্ঘটনা দিনদিন বেড়েই চলেছে। আর এই দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপ্রাপ্তবয়স্ক চালক ও যানবাহনসহ মোট ৫৮ চালককে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপ্রাপ্ত বয়সের চালকদের বিরুদ্ধে এ বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন