শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তেঁতুলিয়া থেকে টেকনাফ পদযাত্রায় আড়াইহাজারের দুই যুবক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুজন যুবক পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যাত্রার গতকাল ১৭দিন অতিবাহিত হয়েছে। এ পর্যন্ত তারা পায়ে হেঁটেছেন ৬শ কিলোমিটার পথ। গতকাল তারা কুমিল্লা ক্যাটেন্টনমেন্ট থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত পাড়ি দেয়ার কথা। আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মুছা মিয়ার ছেলে আবুল কালাম এবং মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের কমিজউদ্দীনের ছেলে কাউসারÑএরা দুজনই লেখাপড়া করছে। এর মধ্যে আবুল কালাম বিসিএস পরীক্ষা দিয়েছে। কাউছার বি এন অনার্সে পড়েন।
কাউছার জানান, তারা দু’বন্ধু এক সঙ্গে পায়ে হেঁটে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পাড়ি দেয়ার সংকল্প নিয়ে গত ১ জানুয়ারি তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে রওয়ানা দেন। গত ১৭ দিনে তারা পাড়ি দিয়েছেন ৬শ কিলোমিটার পথ। বর্তমানে তারা কুমিল্লায় রয়েছেন। তারা কোন প্রকার সরকারি বা প্রতিষ্ঠানগত সাহায্য ছাড়াই নিজ নিজ উদ্যোগে এবং নিজ নিজ খরচে এ পদযাত্র চালিয়ে যাচ্ছেন। তারা জানান, তাদের এ অভিযাত্রার উদ্দেশ্য হলো পায়ে হাঁটার প্রতি মানুষের উৎসাহ বাড়ানো এবং মানুষকে ভ্রমণ পিয়াসী করে তোলা। সেই সঙ্গে তাদেরও দেশের বিভিন্ন এলাকা ভ্রমণ করা হলো। তারা জানান, এ পর্যন্ত পায়ে হেঁটে আসতে তাদের সামান্য পা ব্যাথা ছাড়া তেমন কোন সমস্যা হয়নি। স্বাস্থ্য ভাল থাকলে এবং কোন প্রকার বিড়ম্বনায় না পড়লে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে তারা লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলে তারা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন