শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

লড়াইয়ের মাঠে আ.লীগ বিএনপি, স্বতন্ত্রও কম যায় না

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে
দিনাজপুরের ফুলবাড়ীতে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের বাড়ী বাড়ী। গ্রামের হাটবাজারগুলো ও চায়ের স্টলে বইছে ভোটের হিসেব নিকেশের ঝড়। উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপির পাশাপাশি সমানতালে লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নে পুরুষ ৫৩,০৪,৬৩ পুরুষ ও ৫১,০৪,৪৬ মহিলা ভোটারসহ মোট ১ লাখ ৫ হাজার ১০১ জন ভোটারের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ২২ জন সাধারণ সদস্য পদে ২০৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৫ জন। ১নং এলুয়াড়ী ইউনিয়নে ১৭,৪৬৮ জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন। এই ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী নবীউল ইসলাম ধানের শীষ, আ.লীগের মনোনীত প্রার্থী মঞ্জু রায় চৌধুরী নৌকা মার্কা ও স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান আনারস মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করছেন। অধিকাংশ ভোটার মনে করছেন আ.লীগ ও বিএনপির মধ্যেই মূল লড়াই হবে। ২নং আলাদীপুর ইউনিয়নে ১৪,৫,১৯ জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন। এই ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান নৌকা মার্কা ও স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন আনারস মার্কা নিয়েও হাবিবুর রহমান মটরসাইকলে প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই এলাকার অধিকাংশ ভোটার মনে করছেন আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেনের মধ্যেই লড়াই হবে। ৩নং কাজিহাল ইউনিয়নে ১৪,৭,৫৮ জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন। এই ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মানিক রতন নৌকা মার্কা ও বিএনপির মনোনীত প্রার্থী আশরাফুর ইসলাম ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আনারস মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানকার অধিকাংশ ভোটার মনে করছেন আ.লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যেই লড়াই হবে। ৪নং বেতদীঘি ইউনিয়নে ১৬,৫,২০ জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন। এই ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস নৌকা মার্কা ও বিএনপির মনোনীত প্রার্থী মেজবাহুল আলম ধানের শীষ ও আ.লীগ এর বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী আনারস মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটের হিসেব নিকেশে অধিকাংশ ভোটার মনে করছেন আ.লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যেই শেষ লড়াই হবে। ৫নং খয়েরবাড়ী ইউনিয়নে ৮,০,৭২ জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন। এই ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন চৌধুরী ধানের শীষ, আ.লীগের মনোনীত প্রার্থী আবু তাহের মন্ডল নৌকা মার্কা ও স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল হক আনারস মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানকার অধিকাংশ ভোটার মনে করছেন আ.লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই সমান সমান লড়াই হবে। ৬নং দৌলতপুর ইউনিয়নে ১০,৩,৭৪ জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৯ জন। এই ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ নৌকা মার্কা, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী আ.লীগ এর বিদ্রোহী সাইফুল ইসলাম ঘোড়া মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানকার অধিকাংশ ভোটার মনে করছেন আ.লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই সমান লড়াই হবে। ৭নং শিবনগর ইউনিয়নে ২৩,৪,৯০ জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৩ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন। এই ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হারুনুর রশীদ নৌকা মার্কা, বিএনপির মনোনীত প্রার্থী প্রভাষক খন্দাকার মেহেদী হাসান সাজু ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী আ.লীগ এর বিদ্রোহী মামুনুর রশীদ বিপ্লব মটরসাইকেল মার্কা ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মন্টু আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই এলাকার অধিকাংশ ভোটার মনে করছেন আ.লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই সমান লড়াই হবে। গ্রামের হাটবাজার গুলো এখন পোস্টারে ছেয়ে গেছে। প্রতিটি গ্রামে গ্রামে চলছে উঠান বৈঠক, মতবিনিময় ও গনসংযোগ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় পুরুষ কর্মীদের পাশাপাশি নারী কর্মিরাও মাঠে নেমেছেন। তারা প্রতিটি পাড়ায়-মহল্লায় ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করছেন। এছাড়া সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরাও গভীর রাত পর্যন্ত চালাচ্ছেন তাদের নির্বাচনী প্রচারণা। সব মিলিয়ে নির্বাচনী প্রচারণায় উৎসবে মুখরিত ফুলবাড়ী উপজেলার গ্রামীণ হাটবাজার ও রাস্তার মোড়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন