শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পঞ্চগড়ের চার ইউনিয়নে নির্বাচন স্থগিত বাড়ছে ক্ষোভ নীরব কমিশন

ভোটার হওয়ার অপেক্ষায় সাবেক ছিটমহলবাসী

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা উপজেলার চারটি ইউনিয়নে হঠাৎ করে নির্বাচন স্থগিত ঘোষণা করায় জনসাধরণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এছাড়া নির্বাচনের সময় পেরিয়ে যাওয়ায় বর্তমানে এসব এলাকার জনপ্রতিনিধিরা জনগনের বিচার সালিশ করতে অনাগ্রহ প্রকাশ করছে। অপরদিকে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। তাদের ভোটধিকার দ্রুত বাস্তবায়ন করে নির্বাচন দেওয়ার দাবী জোরালো হছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২য় ধাপের তফসিল ঘোষণায় বোদা উপজেলার ১০ ইউনিয়নের ভোট গ্রহণ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। কিন্তু বিলুপ্ত ছিটমহলের নতুন বাংলাদেশীরা তাদের ভোটারধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কারণ তারা নতুন বাংলাদেশী হলেও বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার তালিকায় তারা এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত হতে পারেনি। স্থানীয় ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে তারা বাংলাদেশী হয়ে কেন ভোটাধিকার থেকে বঞ্চিত এই মর্মে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন বরাবরে একটি লিখিত আবেদন দাখিল করেছেন। এই আবেদনটির প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় বিলুপ্ত ছিটমহলবাসীদের ভোটার তালিকা হালনাগাদসহ তারা যেন ভোটাধিকার প্রায় এই মর্মে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে একটি আবেদন প্রেরণ করেন। গত ১ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে থেকে বিলুপ্ত ছিটমহলবাসীদের ভোটার তালিকা হালনাগাদ না করা পর্যন্ত বিলুপ্ত ছিটমহল এলাকার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেন। কবে নাগাদ ভোটার তালিকা হালনাগাদ করে স্থগিত ৪ টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন অফিস এ বিষয়ে কিছু বলতে পারছেন না। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে থেকে প্রাপ্ত তথ্য মতে বোদা উপজেলায় বিলুপ্ত ৭টি ছিটমহল রয়েছে। এগুলো হলো ময়দানদিঘী ইউনিয়নের পুঠিমারী, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ, কালিয়াগঞ্জ, কাজলদিঘী, মাড়েয়া বামনহাট ইউনিয়নের বেতবাড়ী, দইখাতা, বড়শশী ইউনিয়নের শালবাড়ি, নাটকটোকা ও বেহুলাডাঙ্গা। বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিটের মধ্যে পঞ্চগড় জেলায় ৩৬ ছিটমহল রয়েছে। এ ৭টি ছিটমহলে প্রায় ৩৫০০ জন লোকের বসবাস। উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে বিলুপ্ত ছিটমহলবাসীরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। সরজমিনে পরিদর্শনে কালে বোদা উপজেলার অভ্যন্তরে বেতবাড়ী ছিটমহলের বাসিন্দা রশিদুল ইসলাম আকুতি করে বললেন, আমরা বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা নতুন বাংলাদেশের নাগরিক হয়েছি কিন্তু এখনও পর্যন্ত ভোটার হতে পারিনি। আমরা ভোটার হয়ে পরিপূর্ণ নাগরিক হতে চাই। নাটকটোকা বেহুলাডাঙ্গা ছিটমহলের নেতা তরিকুল ইসলাম জানান, একটি দেশের নাগরিকের প্রথম অধিকার হচ্ছে ভোটাধিকার, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হয়েও এখন পর্যন্ত ভোটার হয়ে নাগরিকের পরিপূর্ণ অধিকার পাইনি। শালবাড়ি ছিটমহলের মোহাম্মদ আলী বলেন ৬৮ বছর ধরে আমরা বাংলাদেশে থেকেও সকল প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। বর্তমান আমাদের প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদের সকল বঞ্চনার অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশের নাগরিক করেছে। কিন্তু আমরা ছিটমহলরাবাসী নতুন বাংলাদেশের নাগরিক হয়ে সকল প্রকার সুযোগ-সুবিধা পেয়েছি কিন্তু এখন পর্যন্ত আমাদের ভোটাধিকারের সুয়োগ পাইনি। আমরা বিলুপ্ত ছিটমহলবাসীরা দ্রুত বাংলাদেশের ভোটার হয়ে পরিপুণ বাংলাদেশী হতে পারি এটিই এখন সরকারের কাছে প্রত্যাশা করছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল জানান, বিলুপ্ত ছিটমহলের বাংলাদেশী পরিচয় পাওয়া নতুন অধিবাসীরা তাদের ভোটাধিকার প্রাপ্তির জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবরে আবেদন পাঠিয়েছে। বিষয় দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। বোদা উপজেলার বামনহাট মাড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান (নৌকা) পদপ্রার্থী আবু আনছার মোঃ রেজাউল করিম (শামীম) বলেন, নমিনেশন দাখিলে আগের দিন হঠাৎ করেই নিবার্চন স্থগিত ঘোষণার বিষয়টি জনমনে ক্ষোভের সঞ্চার করেছে। এই ইউনিয়নে জনসংখ্যা প্রায় ৪০ হাজার এবং ভোটার রয়েছে, কমপক্ষে ১৫ হাজার। অথচ বিলুপ্ত ছিটমহলে মাত্র ভোটার শ’খানেক। এরমধ্যে ৫০ জনের মতো ভোটারের নাম অন্তর্ভুক্তি করা আছে। অন্যদিকে ৪০ জনের মতো ছিটের বাসিন্দার জন্য ভোট স্থগিতের বিষয়টি হতাশাজনক।কারন অনেকে পারিবারিক শালিশ-দরবার করতে পারছেনা। কারণ নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত। এখানকার জনগণ খুব দ্রুত নির্বাচনের দাবী জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন