শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বুধহাটা বাজার সড়ক ব্যবসায়ীদের দখলে

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজারের অভ্যন্তরীণ সড়কগুলো ব্যবসায়ীদের দখলে থাকায় ক্রেতা সাধারণের ভোগান্তি চরমে পৌঁছেছে। বাজারের শৃঙ্খলা রক্ষার্থে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরার কার্যকারিতা বাধাগ্রস্ত হওয়ায় লাখ লাখ টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে।
উপজেলার বৃহত্তর ও ব্যস্ততম মোকাম বুধহাটা বাজার প্রতিদিন ভোর থেকে প্রায় রাত ১২টা পর্যন্ত চালু থাকে। হাজার হাজার দোকান-পাট, মিল-কারখানা ও প্রতিষ্ঠান গড়ে ওঠেছে বাজারে। আশাশুনি উপজেলাসহ পার্শ্ববর্তী সাতক্ষীরা সদর, পাইকগাছা, দেবহাটা, কালিগঞ্জ ও তালা উপজেলার অনেক ইউনিয়নের মানুষ প্রতিদিন মালামাল ক্রয়-বিক্রয় ও প্রয়োজনীয় কাজে বাজারে এসে থাকেন। পাইকারি মোকাম হিসাবে বাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও মিল কারখানার কদর রয়েছে। বাজারের মধ্যে রয়েছে একটি প্রধান সড়কসহ অনেকগুলো অভ্যন্তরীণ সড়ক। এসব সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের সাথে সাথে ভ্যান, সাইকেল, মটর সাইকেল, ইজিবাইক, ইঞ্জিনভ্যান, মাইক্রো ইত্যাদি চলাচল করে থাকে। এছাড়া মালামাল আনা নেয়ার জন্য পিকআপ, ট্রাকসহ অন্য যানবাহনের চলাচল রয়েছে। এতটা ব্যস্ততম সড়ক হওয়ার পরও সকল সড়কগুলোতে স্থায়ী দোকানকে সম্প্রসারণ ও ছোট ছোট স্টল বসানো হয়েছে। রয়েছে ফুটপাতে জামা কাপড়ের দোকান, ভাজা-পোড়ার দোকান, মুরগি-পোলট্রি বিক্রয়সহ বিভিন্ন দোকান। কাঁচা বাজারের চাঁদনীসেট রেখে সামনের সড়ক দখলে নিয়ে চালু রয়েছে রাস্তা দখলে নিয়ে চটফড়িয়ার মত করে দোকান। আছে চাউল, পান, আখ, মাছ ও ফলফলাদির দোকান। এক কথায় বলতে গেলে বাজারের প্রায় সকল সড়কে রয়েছে দখলের হিড়িক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন