মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আদমদীঘিতে ২৪ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদশূন্য

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বগুড়ার আদমদীঘিতে প্রথমিক বিদ্যালয়গুলো এখন ভারপ্রাপ্তের ভরে ভারি হয়ে পরেছে। ৯৮টি বিদ্যালয়ের মধ্যে ২৪টি প্রাথমিক বিদ্যালয়েই প্রধান শিক্ষক নেই। এগুলো চলছে ভারপ্রাপ্ত দিয়েই শিক্ষাদানসহ প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘিœত হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ। উপজেলা প্রথামিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় উপজেলায় ৯৮টি সরকারি প্রথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। বিদ্যালয়গুলো হলো প্রান্নাথপুর, সান্দিড়া, ডেকড়া,পালা, কেরলাপাড়া, বড় আখিড়া, ছোট আখিড়া, সুদিন, মুরাদপুর, উজ্জলতা, তেতুলিয়া, কসুম্বী, সাওইল, ধামাইল, ঘোড়াদহ, কড়ই, কাথলা, তিলোচ, শিববাটি, হরিনমারা, জয়দেবপুর, তারতা, কুমড়াপাড়া, ভেনলা, বরিয়ার্বাতা, কয়াকুঞ্চি, বনতইর, পালনকড়ি, ও ঝাকইর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় সহকারি শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে শিক্ষকাদান ও প্রশাসনিক কার্যক্রম। এছাড়া সহকারি শিক্ষকেরও ৬টি পদ শূন্য রয়েছে। বিদ্যালয়গুলোতে শিক্ষক না থাকায় অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত থাকা শিক্ষকরা প্রায়দিন নানা অজুহাতে দাপ্তরিক কাজে উপজেলা সদরে আসেন এবং ব্যস্ত থাকেন। এতে ঐসব শিক্ষকহীন বিদ্যালয়সমূহে কমলমতি ছাত্রছাত্রীদের পড়াশোনা বিঘœত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাকরা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাজ্জাদ জাহিদ জানান, যে সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষকও সহকারি শিক্ষকের শূন্যপদের তালিকা উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন