মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ধামরাইয়ে এক প্রাথমিক বিদ্যালয়ে ২ জন শিক্ষক এক বছর ধরে অনুপস্থিত

মোঃ আনিস উর রহমান স্বপন,ধামরাই (ঢাকা) থেকে | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ঢাকার ধামরাই উপজেলার ১৬২নং তেতুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারি মহিলা শিক্ষক ২বছর ও অপর সহকারি শিক্ষক গত ১বছর ধরে অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। ফলে বিদ্যালয় থেকে ঝড়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থী। অভিভাবকরা ছোট ছোট ছেলে- মেয়েদের নিয়ে পড়েছে দ্বিধাদ্ব›েদ্ব। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ ওই বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে বারবার জানানো সত্তে¡ও কোন কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি। ওই বিদ্যালয়ে ৫জন শিক্ষকের মধ্যে গত ১বছর ধরে ২জন সহকারী শিক্ষক অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রম ভেঙ্গে পড়েছে। সম্প্রতি ওই বিদ্যালয়ে স্থানীয় ২জন সাংবাদিক তথ্যসংগ্রহ করতে গেলে লড়েচরে বসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। জানা গেছে, উপজেলার ধামরাই ইউনিয়নের তেতুলিয়া গ্রামের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য ১৯৯৫ সালে গ্রামবাসী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তা পর্যায়ক্রমে সরকারী হয়। গত ২০১৫ সালের ৫ ফেব্রæয়ারী ইসরাত জেরিন নামে এক সহকারি শিক্ষক ওই স্কুলে যোগদান করেন। পরে ৩-৪ মাস স্কুলে যাওয়া-আসা করলেও প্রায়ই ছুটিতে থাকেন। এরপর ২০১৬সালের ২৬ জানুয়ারী থেকে কর্তপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন।
অপর সহকারী শিক্ষক আকলিমা আক্তার ২০১৬সালের ১২জুলাই এ স্কুলে যোগদান করলেও গত বছরের ২৬ জানুয়ারী থেকে কর্তপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন