বাকৃবি সংবাদদাতা : “পশু ও মানুষের মধ্যে পারস্পরিক সংক্রামক পরজীবিজনিত নতুন ও পুনরায় আবির্ভূত রোগসমূহ” শীর্ষক দু’দিনব্যাপী বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্চ (বিএসভিইআর)-এর ২২তম সম্মেলনের উদ্বোধন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে দু’দিনব্যাপী বিএসভিইআরের বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসভিইআরের সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর। অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন