রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পত্রিকার স্টিকার লাগিয়ে মাদক ব্যবসা!

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : স্থানীয় একটি দৈনিক পত্রিকার স্টিকার লাগিয়ে ওই পত্রিকার কর্মী সেজে দীর্ঘদিন মাদক পাচারের সঙ্গে যুক্ত শাহীন গাজীকে অবশেষে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাতে তাকে সাতক্ষীরা শহরের বাসটার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাহীন (২৬) সাতক্ষীরা শহরতলীর লাবসা হাফেজপাড়ার আব্দুল জলিল গাজীর ছেলে।
সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে রোববার রাতে তার নেতৃত্বে পুলিশ বাসটার্মিনালে অবস্থান নেন। এ সময় পুলিশ লাইনের দিক থেকে এসে ঝাউডাঙ্গাগামী একটি ইজিবাইকে ওঠে। এ সময় তাকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিকে বাসটার্মিনাল এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, একটি ডায়াং-৫০ মোটরসাইকেলে স্থানীয় একটি পত্রিকার স্টিকার লাগিয়ে শাহীন গাজী দীর্ঘ দিন ধরে সীমান্ত থেকে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা নিয়ে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে বিক্রি করত। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ জানান, এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে শাহীন গাজীর নাম উল্লেখ করে রোববার রাতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন