বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভৈরবে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার বিকেলে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। ভৈরব রেলওয়ে থানা পুলিশ ওই যুবকের দ্বিখÐিত লাশ উদ্ধার করে। রেলওয়ে পুলিশ জানায়, এসআই শহিদুল হক নিহত যুবকের দ্বিখÐিত লাশ উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স হবে ৩২ বছর। তার পড়নে ছিল কালো রঙের প্যান্ট ও ছাই রঙের গেঞ্জি। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান। তবে যে স্থনে নিহত যুবকের দ্বিখÐিত লাশ পাওয়া গেছে এটা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে না ট্রেনের নিচে ফেলে হত্যা করা হয়েছে এ নিয়ে রহস্য থাকতে পারে বলে ধারণা করছে অভিজ্ঞমহল। এটা নেহাত দুর্ঘটনা নাকি কেউ হত্যা করে ট্রেনে কাটা বলে চালিয়ে দেয়া হয়েছে তা সঠিক তদন্ত অত্যন্ত জরুরি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন