বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালকিনিতে সিএইচসিপিদের ৩ দিন ধরে অবস্থান কর্মসূচি

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে তিনদিন ধরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখা। গত শনিবার থেকে শুরু করে গতকাল পর্যন্ত তাদের কর্মসূচি চলছে। আর আগামী দিন তারা দাবি আদায়ে মাদারীপুর জেলা সিভিল সার্জন অফিসে কর্মসূচি পালন করবে। দাবি আদায়কারীরা জানায়, চাকরি জাতীয়করণের দাবিতে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত রাজস্বকরণে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন করা হয়নি বলে তারা আন্দোলনে নেমেছেন। এসময় দাবি আদায় নিয়ে বক্তব্য রাখেন সিএইচসিপি অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনসহ সংগঠনটির নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন