বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাঁচবিবিতে কালীমূর্তি ভাঙচুর : আটক ১

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : গতকাল সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চামুন্ডা কালীমন্দিরের মূর্তি ভেঙে ফেলার অভিযোগে পুলিশ ওলিউল্লাহ (৩৫) নামের একজনকে আটক করেছে। সে নীলফামারী জেলা সদরের উত্তরা শষি (হাতিপাড়া) গ্রামের একরামুল হকের ছেলে।
এলাকার লোকজন জানায়, সকাল ৬টার দিকে ওলিউল্যাহ পাঁচবিবি রেলস্টেশনের প্ল্যাটফরমের উত্তর দিকে শ্রী শ্রী চামুন্ডা কালীমন্দিরের গেট ভেঙে ভেতরে ঢুকে। অতঃপর কালীমূর্তির মাথা ও বাম হাত ভেঙে পালানোর সময় এলাকার লোকজন তাকে আটক করে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করে। রেল কোলনির হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ সকাল ৮টার দিকে মূর্তি ভাঙার প্রতিবাদে মিছিল বের করে। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, জেলা পুলিশ সুপার রশীদুল হাসান, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল আলম, পৌর প্যানেল মেয়র নূর হোসেন নূর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সুনীল রায়সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার আহŸান জানান। এদিকে সান্তাহার রেল পুলিশের এস আই ইমায়েদুল জাহেদী জানান, এ ঘটনায় জিআরপি থানায় মামলা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন