রাজধানীর সবুজবাগ আহমেদবাগ এলাকার একটি টিনসেড বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ।
নিহতরা হলেন- শান্তনা (২৫) ও তার মেয়ে মাহফুজা (২)।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আহমেদবাগ কমিউনিটি সেন্টারে পাশের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ জানান, খবর পেয়ে ওই বাসা থেকে আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, মেয়ের গলায় ফাঁস আটকিয়ে পরে মা নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
মৃত শান্তনার স্বামী ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে। লোকমুখে শুনতে পেরেছি, তার স্বামী শ্যালিকাকে নিয়ে পালিয়ে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন