শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কোচিং বাণিজ্য ও গাইড বই বন্ধের দাবি টাঙ্গাইলে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : কোচিং সেন্টার বন্ধ করে শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক নিয়মে শিক্ষা দেয়া, গাইড বই বিক্রি বন্ধ ও প্রশ্ন ফাঁস বন্ধ করে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে জেলার সুশীলসমাজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা।
গতকাল সকালে শহরের নিরালা মোড়ের শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুলবুল খান মাহবুব, সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের অলিতে গলিতে মানহীন কোচিং সেন্টার গড়ে উঠেছে। আর এইসব কোচিং সেন্টারে শিক্ষার মান কমিয়ে ফেলছে। পাশাপাশি এই সকল কোচিং সেন্টারে প্রশ্ন ফাঁসসহ গাইড বই ব্যবহার করা হয়। এতে করে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান বিমুখ হয়ে যাচ্ছে।
মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন