রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৪

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় গত ১২ জানুয়ারির সহিংস ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে শহরের মধ্যপাড়ার শান্তিবাগ ও কান্দিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবারের অগ্নিসংযোগ, ভাংচুর ও হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মধ্যপাড়ার শান্তিবাগ এলাকার বাসিন্দা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল, কান্দিপাড়ার টিটন মিয়া ও রুবেল মিয়া। ওই ঘটনায় এ নিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩৫ বছর করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। জেলার শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাজেরা খাতুন, আফিরিন সুলতানা প্রমুখ। এ সময় তারা বাংলাদেশ সরকারের কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩৫ বছর করার দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন