শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা
শ্রীনগরে দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনির হোসেন মিটুল তার দলীয় প্রার্থী কাজী মনোয়ার হোসেন শাহাদাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। যদিও মনির হোসেন মিটুল প্রতীক বরাদ্দ পাওয়ার পরও নির্বাচনী প্রচার-প্রচারণায় ছিলেন না। এ ব্যাপারে মনির হোসেন মিটুল জানান, তৃণমূলের ভোটে তিনি দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পান। কিন্তু কেন্দ্র তাকে বাদ দিয়ে কাজী মনোয়ার হোসেনকে মনোনয়ন দেয়। পরে দলের সিদ্ধান্তের উপর আস্থা রেখে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন