মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনাই নদীর ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যানজট এখন নিত্যদিনের চিত্র। এ যানজটের কারণে যাত্রী সাধারণের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। গতকাল শনিবার সকাল ১০ টায় সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার উপর ট্রাক, ট্রাক্টর, বাস দাঁড়িয়ে মালামাল বোঝাই ও যাত্রী সাধারণ ওঠানামানোর কারণে রাস্তার পুরোভাগ দখলে চলে গেছে। এছাড়া সোনাই নদীর উপর পুরাতন ব্রিজ জরাজীর্ণ হয়ে পড়ায় ২/১ দিন পরপরই জোড়াতালি দিয়ে ব্রিজ মেরামত করে সচল রাখা হচ্ছে। ঢাকা-সিলেটে এ ব্রিজটি যে কোনো সময় ধসে পড়ে রাজধানীর সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যেতে পারে। এদিকে সোনাই নদীর ব্রিজটি মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। মাধবপুরবাসী দীর্ঘদিন ধরে ফুট ওভারব্রিজ নিমার্ণের জন্য দাবি করে এলেও ন্যায় সঙ্গত এ দাবি উপেক্ষা করে উপজেলার ছাতিয়াইন রতনপুর এলাকায় বহু টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলেও এটি মূলত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কোনো মানুষ এটি ব্যবহার করছে না। এ সৃষ্ট যানজটে শুধু মাধবপুরবাসী নয় দূরদূরান্তের যাত্রীদের যানজটের কারণে গাড়িতে বসে দুর্ভোগ পোহাতে হয়। এ যানবাহনগুলো রাস্তার উপর দাঁড়িয়েই যাত্রী ওঠানামা ও মালামাল বোঝাই করে থাকে। এছাড়া কিবরিয়া স্কয়ার চত্বর যাত্রী ছাউনি থেকে মুন্সি টাওয়ার পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফুটপাতের দোকানগুলো থাকায় যাত্রী দুর্ভোগসহ যানজটের সৃষ্টি হচ্ছে। মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেন, যানজট নিরসনের জন্য মাধবপুরে টার্মিনাল নির্মাণের জন্য সরকারীভাবে চেষ্টা করা হচ্ছে তবে জমি স্বল্পতার কারণে টার্মিনাল নির্মাণের উদ্যোগ সফল হচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন