শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আ.লীগ ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারেনি

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

সখিপুর বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আ.লীগ ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য ১০ মার্চ তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার তারিখ ছিল ১৯ মার্চ থেকে ২১ মার্চ। মনোনয়নপত্র বাছাই ২৩ মার্চ এবং প্রত্যাহার ২৪মার্চ। নির্বাচন ৬ এপ্রিল। নির্বাচনে একজন প্রার্থী ঠান্ডু মিয়া বলেন, তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের লোকজন তার মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে কাটাছিঁড়া করে ফেলে দেয়। বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আঃ হালিম লাল মিয়া বলেন, আ.লীগের লোকজন তাদের প্রার্থী ছাড়া কারো মনোনয়নপত্র জমা দিতে দেয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন