চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
পাবনার চাটমোহর থানা পুলিশ গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে। এদের কাছ থেকে মরণনেসা ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন। আটককৃতরা হলো পৌর মহরের ছোট শালিখার জাকির হোসেনের ছেলে নাসির (২২), আনকুটিয়ার মোজাহার আরী (৪৫), বোথরের আঃ ওহাব (৪০) এবং আজাদ হোসেন (৩৫)। এদের বিরুদ্ধে মাদক আইনে চামোহর থানায় মামলা হয়েছে। অপর এক অভিযানে বালুচর মহল্লার আনন্দ দত্তেরছেলে যুবদল নেতা সুমন দত্তকে মাদক সেবন অবস্থায় আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চাটমোহর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেহেলী লায়লা এই জরিমানা করেন। এদিকে চাটমোহরে মাঝেমধ্যে মাদক বিক্রেতা ও সেবনকারীদের থানা পুলিশ ধরলেও আইনের ফাঁকে বেরিয়ে এসে আবারও তারা অপ্রতিরোধ্য গতিতে মাদক বিক্রের সাথে জড়িয়ে পড়ে। চাটমোহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ পতিতা, ভিক্ষুক, রিক্সাভ্যান বিভিন্ন বেশ ধারণ করে অপ্রতিরোধ্য গতিতে মাদকদ্রব্য বেচাকেনা চলছে। যুবসমাজকে নিয়ে প্রকৃত অভিভাবকেরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন