শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মেম্বার প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

কালীগঞ্জে বাহাদুরসাদী ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. হযরত আলীর (মোরগ প্রতীক) কর্মীদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ওই ইউনিয়নের কর্তব্যরত রিটার্নিং অফিসারের নিকট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মিজানুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেন। জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হযরত আলীর কর্মী মো. কাউছার হোসেনকে (২৫) প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমানের উপস্থিতিতে তার কর্মী মো. রোমান মিয়া (৩২) মরাধর করে। পরে ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উস্কানিতে তার কর্মী মো. আকবর হোসেন (২৭), মজিবুর রহমান (৪০), মো. আব্দুল আলী (৩৫), মো. আবু তাহের (২৫), নুর মোহাম্মদ টুকু (৪৮) সহ একদল সন্ত্রাসী হযরত আলীর আরেক কর্মী মো. আব্দুল লতিফের (৩৫) বাড়ীতে প্রবেশ করে তাকে নির্বাচনী প্রচারণা না করতে হত্যার হুমকি দেয়। এ সময় তাকে মিজানুর রহমানের বাড়ীতে তুলে নিয়ে যায় এবং সেখানে লতিফকে মারধর করে। খবর পেয়ে হযরত আলীসহ তার কর্মীরা তাকে উদ্ধার করেন। এ ব্যাপারে সদস্য প্রার্থী মো. হযরত আলী বাদী হয়ে ওই ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মো. শাহ আলমের কাছে লিখিত অভিযোগ করেন। রিটার্নিং অফিসার জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে নির্বাচন বিধিমালা অনুযায়ী আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন