শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমিয়াতুল মোদার্রেছীনের মহাসমাবেশ সফল করতে সুন্দরগঞ্জে প্রস্তুতি সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা দাখিল মাদরাসায় জমিয়াতুল মোদার্রেছীনের মহাসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার প্রস্তুতি সভায় চন্ডিপুর সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ বজলুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুশটারী দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুস, ধুমাইটারী সিনিয়র মাদরাসার অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, জমিয়াতুল মোদার্রেছীনের উপজেলা সাধারণ সম্পাদক ও ধোপাডাঙ্গা আকন্দপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মহসিন আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সদর মাদরাসার সুপার মাওলানা আবুল হোসেন।
বেসরকারি শিক্ষকদের ক্লাস বর্জন অব্যাহত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চারদিন থেকে ক্লাস বর্জন অব্যাহত রেখেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। জানা যায়, শিক্ষা জাতীয়করণ, বার্ষিক পাঁচ ভাগ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসবভাতা, বৈশাখীভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতাসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহŸানে গত ২২ জানুয়ারি থেকে উপজেলার শিক্ষকেরা ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন। এ উপজেলায় স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরিসহ ১৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা প্রতিষ্ঠানে গেলেও শিক্ষার্থীদের পাঠদান থেকে বিরত রয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন